
মোঃ শাফায়াত হোসেন: | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 36 বার পঠিত
শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং শিশু সুরক্ষা নিশ্চিতের জন্য ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলার সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোলায় এনসিটিএফ, ভোলা জেলা শাখার সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান এর কাছে এই স্মারকলিপি প্রদান করে।
এসময় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার সদস্যরা শিশুদের সুরক্ষা নিশ্চিত ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে এই স্মারকলিপি প্রদান।
এনসিটিএফ, ভোলা জেলার স্মারকলিপিতে বলা হয়, ভোলা সহ বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের জন্য শিশুরা ভীষণভাবে চিন্তিত ও ব্যথিত। আজকের শিশুই যেখানে আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ প্রজন্ম দিন কাটাচ্ছে ভয়ের মধ্যে ও প্রতিদিন শিশু নির্যাতনের বিভিন্ন ঘটনা সামনে আসায় শিশুরা ভীষণভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই সকল ঘটনার বিরুদ্ধে শিশুরা তীব্র নিন্দা জানায়। এছাড়াও ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায়, যাতে ভবিষ্যতে কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এর সকল শিশুর পক্ষ থেকে ভোলা জেলায় সকল শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশু নির্যাতন এবং সহিংসতা বন্ধ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের জোর দাবি জানায়।
Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com