শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চরঝাউকান্দা ইউনিয়নে বৃক্ষ বিহীন চরআঞ্চল বনায়ন কর্মসূচি হাতে নেওয়া দরকার :চেয়ারম্যান বদরুজ্জামান  চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

চরঝাউকান্দা ইউনিয়নে বৃক্ষ বিহীন চরআঞ্চল বনায়ন কর্মসূচি হাতে নেওয়া দরকার :চেয়ারম্যান বদরুজ্জামান  চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ২নং চরঝাউকান্দা ইউনিয়নে বৃক্ষ বিহীন চরআঞ্চল।চরভদ্রাসন  উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়েএ উপজেলা।তবে উন্নয়নের দিক থেকে অবহেলিত এই ইউনিয়নটি।

চরভদ্রাসন ইউনিয়নও গাজীরটেক ইউনিয়নের উন্নয়ন থেকে চরঝাউকান্দা ইউনিয়নে উন্নয়ন কিছুটা অবহেলিত  নদী বেষ্টিত এলাকা হওয়ায়। রাস্তাঘাটেও সকল প্রকার উন্নয়ন  অন্য ইউনিয়ন থেকে  হেলিত রয়েছে।

সরেজমিনে, চরভদ্রাসন উপজেলা ২নংচরঝাউকান্দা ইউনিয়নের ঘুরে দেখাগেছে রাস্তাঘাটে উন্নয়ন হলে ও ইউনিয়নটি বৃক্ষ  বিহীন দেখাগেছে।

রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ বৃক্ষ না থাকায় প্রাকৃতিক দুর্যোগ  বন্যার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা কথা ব্যক্ত করেছেন, ২নংঝাউকান্দার নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা।

তিনি জানান, গতবছর ২৭০০ বৃক্ষরোপন করেছি। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বৃক্ষ বিনষ্ট হয়েছে। এবছরও দেখা গেছে বিভিন্ন রাস্তার দুই ধার দিয়ে  ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেছে। নিজ অর্থে জাল ও নেট দিয়ে রক্ষণাবেক্ষণও চেষ্টা করছে। এবছর ব্যাপক আকার বনাম কর্মসূচির হাতে নেবেন বলে জানান। তবে প্রশাসনের ও বনবিভাগের  কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় বনয়ন কর্মসূচি সফল হওয়া সম্ভব বলে জানান।

রাস্তাঘাট যথেষ্ট পরিমাণ বৃক্ষ না থাকায় প্রাকৃতিক দুর্যোগ  বন্যার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা কথা ব্যক্ত করেছেন চর ২নংঝাউকান্দার নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা।

তিনি ২নংঝাউকান্দার বৃহৎ বনায়ন কর্মসূচির হাতে নেওয়ার অভিমত ব্যক্ত করেছেন।

সম্প্রতি বনবিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার ফজলে করিম  চরঝাউকান্দা ইউনিয়নে বৃক্ষ বিহীন চরআঞ্চল বনায়ন হাতে নেওয়ার লক্ষে সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখতে পান জোৎ সামান্য বৃক্ষ। তিনি বৃহত বনায়ন কর্মসূচি  বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিডি মহোদয়ের নিকট সুপারিশ করবেন জানান।

 

Facebook Comments Box

Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com