
সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
ফরিদপুরের চরভদ্রাসনের বালিয়াডাঙ্গীগ্রামের মরহুম শেখ নূর মোহাম্মদ ওরফে বড় মিয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার গত১৫ই জুন বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে থাকায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানাএবং পুলিশ লাইনের (আর্মস) বিভাগের এস আই শফিকের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান ও চরভদ্রাসন
থানার সেকেন্ড অফিসার এসআই রফিক হোসেন।জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারওতার স্ত্রী খোদেজা আক্তার রত্ন গর্ভার দু ছেলে দু মেয়ে সবাই সরকারি চাকরি জীবিকা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারওতার স্ত্রী খোদেজা আক্তার রত্নগর্ভার বড় মেয়ে শামীমা ইয়াসমীন (লাকী)সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা, এর স্বামী সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ওক্লিন ইমেজের বিএনপি নেতাএজিএম বাদল আমিন।মরহুম বীর মুক্তিযোদ্ধা বড় ছেলে খাইরুজ্জামান পুলিশ ইন্সপেক্টর (পিআইবি)কর্মরত। দ্বিতীয় মেয়ে ফারজানা আক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা, ছোট ওদ্বিতীয় ছেলে মোঃ কামরুজ্জামান ২৯ তম বিসিএস ক্যাডার সরকারি গুরুত্বপূর্ণ উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার তার স্ত্রী খোদেজা আক্তার তার চার ছেলে মেয়ে গন অরাজনীতি বিহীন সরকারি চাকরিজীবী করে যাচ্ছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে গার্ড অফ অনার প্রধান শেষে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা নামাজের শেষ হাজিডাঙ্গি কবরস্থানে দাফন করা হয়।
Posted ১:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com