
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুর বাড়ি থেকে যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা যাচ্ছে না।
Posted ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com