শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএসভিইআর এর উদ্যোগে বাকৃবিতে “এন্টারপ্রেনারশিপ ইভিনিং ২০২৫”

সানজিদা লিমু   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত

বিএসভিইআর এর উদ্যোগে বাকৃবিতে “এন্টারপ্রেনারশিপ ইভিনিং ২০২৫”

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর) এর উদ্যোগে “এন্টারপ্রেনারশিপ ইভিনিং ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএসভিইআরের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসভিইআরের ২০২৪-২৪ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা, বিএসভিইআরের ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঞা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনসহ আয়োজক কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোভিভো হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ও অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) এর সভাপতি সায়েম উল হক, ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম খসরুজ্জামান, ডিএসএম ফারমেনিক বাংলাদেশের কান্ট্রি হেড ডা. বিশ্বজিৎ রায়, সেফ বায়ো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আহকাবের যুগ্ম সচিব ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, ময়মনসিংহ পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও বাকৃবির ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে আলোচকরা এন্টারপ্রেনার হিসেবে নতুন নেটওয়ার্ক তৈরি ও ক্যারিয়ার গঠনের সুযোগ, ভেটেরিনারি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা করেন। ড. সুকুমার সাহা বলেন, ‘বিএসভিইআরের ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন করা হয়েছে। ভেটেরিনারি অনুষদের অনার্স, মাস্টার্স ও ইন্টার্ন করা শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে।

ভেটেরিনারি পেশার সাথে সম্পর্কিত দেশের প্রাইভেট সেক্টরে অবদান রাখা কিছু উদ্যোক্তা ও কার্যক্রম পরিচালনাকারীদের নিয়ে এই সেশনটির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা যাতে এই পেশার প্রাইভেট সেক্টর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে।

শুধুমাত্র সরকারি চাকরি লাভের ধারণা থেকে তাদের বাইরে আনতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ প্রধান অতিথির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘ভেটেরিনারি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমরা দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে পারি।

তরুণ ভেটেরিনারিয়ানদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ এই সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করবে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ এছাড়া, তিনি ভেটেরিনারি সেক্টরে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারও সরকারি চাকরির উপর শিক্ষার্থীদের নির্ভরতা কমাতে চাচ্ছে, শিক্ষার্থীদের গড়ে তুলতে চাচ্ছে আত্মনির্ভরশীল হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকার চায় শিক্ষার্থীরা যেনো কোনো কিছুর উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে চলতে পারে। আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

তাছাড়া আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। এ উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

Facebook Comments Box

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com