
হারুন আহমেদ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টি বিষয়ক অলম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
অধ্য শনিবার ১ ফেব্রুয়ারি সকাল ১১ ঘঠিকার সময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সরওয়ার আহমদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউনুস মিয়া, মেডিকেল অফিসার কামরুন নাহার লিজা, সহ গোয়াইনঘাট মেডিকেলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এতে বিভিন্ন স্কুল থেকে অংশ গ্রহণ কারী ছাত্র ছাত্রীদের মধ্যে কুইজ কুইজ প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ১ম,২য়,ও ৩য় স্হান অর্জনকারী তিন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com