
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেওয়া মাসব্যাপী কর্মসূচি জুলাই বিপ্লবের সফলতা পরবর্তী বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বলে বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিনের নির্দেশে তরুণ ছাত্রদল নেতা আহসান হাবীবের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা ও অবস্থান কর্মসূচি বৃদ্ধি করেছে।
আসন্ন চাকসু নির্বাচন ও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আশা ও প্রত্যাশা বিবেচনায় সংগঠনটির পক্ষ থেকে কর্মপরিকল্পনা নির্ধারণে সাংগঠনিক আলোচনাও ক্রমাগত অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা কে নস্যাৎ করার পায়তারা করছে আওয়ামী চক্রান্তকারীরা। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতপ্রতা রুখে দিতে আমরা চবি ছাত্রদল বদ্ধপরিকর।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আহসান হাবীব বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সজাগ থাকবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
শিক্ষার্থীদের অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এবং আসন্ন চাকসু নির্বাচন ও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আশা ও প্রত্যাশা বিবেচনায় সংগঠনটির পক্ষ থেকে কর্মপরিকল্পনা নির্ধারণে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস অভ্যন্তরীণ কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে ক্রমান্বয়িক ভাবে অনুষ্ঠিত এ সাংগঠনিক আলোচনায় উপস্থিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আহসান হাবীব, জাহিন ইসলাম জীম সোফায়েল আহমেদ, জাহিদ হাসান, মেহেদী নয়ন, মাহবুব আলম, আব্দুল্লাহ আল মামুন, মোজ্জামেল হক, সরন সরকার, মোস্তাক আহমেদ, তরিকুল ইসলাম আশিক, ফিরোজ, নাঈমুর রহমান রাফসান, আইমান শাহ, রাফি, মশিউর, নাঈম সহ আরও একাধিক নেতাকর্মীরা।
Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com