সড়ক কোনো মৃত্যুপুরী নয় আমরা বাঁচতে চাই শ্লোগান নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ঘন্টাব্যাপী এক সামাজিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় এলাকাবাসীর আয়োজনে এ সামাজিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ছাত্র, শিক্ষিক, অভিভাবক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে বকচর- পান্তাপাড়া এলাকায় গত ১৮ দিনে ৪৩টি সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণ অকালে ঝরে যায়। এতে আহত হয় শতাধিক যাত্রী।
সড়ক দুর্ঘটনা রোধে কতৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছে প্রতিবাদকারীরা। শুধুমাত্র দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে বকচর কোল্ড স্টোরেজ এলাকাকে দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা করে সড়কের পাশে গাড়ির গতি সীমা ৩০ কি.মি সম্বলিত সড়ক চিহ্নও স্থাপন করা হয়েছে। কিন্তু যানবাহন চালকদের উদাসীনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতির কারণে একের পর এক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এলাকাবাসী। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।