
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 365 বার পঠিত
এবারের অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখক আসাদ মনোয়ারের প্রথম গল্পগ্রন্থ ‘দুই জন্ম’। সমাজের বাস্তবচিত্র, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-বিরহ এবং সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরে পাঠকদের নতুনভাবে ভাবাতে সক্ষম হবে বইটি। বইমেলায় কাকলী প্রকাশনীর স্টলে পাওয়া যাবে ‘দুই জন্ম’। লেখক আসাদ মনোয়ারের পৈতৃক ভিটা যশোর জেলার কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ শুরু করেন।
বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত এই লেখক সাহিত্য, আবৃত্তি ও ভ্রমণের প্রতি গভীর ভালোবাসা লালন করেন। বইটি সম্পর্কে শুভাকাঙ্ক্ষী মো. আরিফুর রহমান বলেন, “আমাদের চারপাশে ঘটে চলা নানা ঘটনা, সম্পর্কের গভীর টানাপোড়েন আর মানুষের সাধ-সাধ্যের গল্পের সংকলন ‘দুই জন্ম’। লেখকের সাবলীল বর্ণনা পাঠকদের মুগ্ধ করবে। গল্পগুলোর চরিত্র আমাদের চেনা, কিন্তু লেখকের মুন্সিয়ানায় তারা হয়ে উঠেছে নতুন ও প্রাণবন্ত।” নিজের প্রথম গল্পগ্রন্থ নিয়ে উচ্ছ্বসিত আসাদ মনোয়ার। তিনি বলেন, “এই বই আমার দেখা, শোনা ও অনুভব করা গল্পগুলোর সংকলন।
পাঠক যখন এই গল্পগুলোর চরিত্রদের নিজের আশপাশের কেউ বলে মনে করবেন, তখনই আমার লেখার সার্থকতা আসবে। পাঠকদের জন্য এটি হতে পারে এক অনন্য পাঠানুভূতি।” গল্পগ্রন্থ ‘দুই জন্ম’-এ গ্রামীণ ও শহুরে জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। মানুষের আবেগ-অনুভূতি, প্রেম-বিরহ, সামাজিক টানাপোড়েন এবং রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট এতে উঠে এসেছে গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে। সহজ, সাবলীল ভাষার কারণে পাঠকেরা এক বসাতেই বইটি পড়ে শেষ করতে পারবেন বলে মনে করছেন অনেকে।
Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com