শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাণীশংকৈলে গ্রাম আদালত প্রচারণা ও অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা

সুজন আলী   |   বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   45 বার পঠিত

রাণীশংকৈলে গ্রাম আদালত প্রচারণা ও অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় শীর্ষক স্থানীয় অংশীজনদের সাথে দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি, আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আলহাজ্ব আবুল হোসেন, মতিউর রহমান মতি,আবুল কালাম,আতিকুর রহমান বকুল,শরৎ চন্দ্র রায় ও আব্দুল বারী, ইউপি সচিব দবিরুল ইসলাম,পলাশ চন্দ্র, প্রদীপ চন্দ্র বর্মন, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবারণ চন্দ্র, বেবী বেগম, সোহেল রানা, দিলিপ চন্দ্র, হৃদয় মহন্ত পাশা প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান গণ তাদের বক্তব্যে বলেন, আমরা গ্রাম আদালতকে সার্বিক সহযোগিতা ও প্রচার প্রচারনা করবো,টিসিবি, ভিজিডি,ওয়ার্ড সভা, শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত বাজেট এ সকল কার্যক্রমে গ্রাম আদালতের প্রচার প্রচারণার জন্য আলোচনা করবেন।

এবং যে সকল ইউনিয়নে এজলাস আছে সেসব ইউনিয়নে এজলাসে বসে মামলার সমাধানের কথা বলেন। উপজেলা সমন্বয়কারি প্রথমে গত এক বছরের মামলার অগ্রগতির প্রতিবেদন তুলে ধনের সেইসাথে তিনি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে তিনি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্রতিটি ইউনিয়নের ওয়েব সাইডে গ্রাম আদালতের তথ্য হাল নাগাদ করার ব্যপারেও তার বক্তব্যে বলেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত প্রশংসার সাথে সারাদেশে কাজ করে যাচ্ছে  এবং দেশের পিছনে পড়া হত দরিদ্র সাধারণ মানুষের জন্য গ্রাম আদালত একটি নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান, ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করতে এটি মূখ্য ভূমিকা পালন করে, এলাকার অসহায় সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে গ্রাম আদালতকে কাজ করতে হবে, অল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করতে ইউনিয়ন পরিষদকে মূখ্য ভূমিকা পালন করতে হবে, উচ্চ আদালতে মামলার জট কমানোর জন্য সরকার গ্রাম আদালত তৈরি করেছে, এটির ব্যপক প্রচার প্রচারনার জন্য মাইকিং, পোস্টার, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করতে হবে, ইউনিয়ন পরিষদের যেকোন মিটিং বা আলোচনায় গ্রাম আদালতকে অন্তর্ভুক্ত করতে হবে,তিনি আরো বলেন, চেয়ারম্যানরা যেন বাইরে মামলা নিষ্পত্তি না করে গ্রাম আদালতের মাধ্যমে এজলাসে বসে বিচার নিষ্পত্তি  করে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত সম্পর্কীয় সকল কার্যক্রম যাথাযথভাবে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেন।

Facebook Comments Box

Posted ২:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com