
আনোয়ার হোসেন | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
“সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা গণগ্রন্থাগার এ কর্মসূচির আয়োজন করে। জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি জাহান সিদ্দিকা, অধ্যাপক নাসবরিন সুলতানা রেখাসহ অন্যান্যরা।
Posted ২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com