
সুজন আলী | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 53 বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের অভিযানে, সাবেক পৌর কাউন্সিলর, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সাবেক কাউন্সিলর , মাইদুল ইসলাম (৪৪) , স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক, আরথান আলী (৪০), পৌরযুবলীগ সদস্য, এরিন জাবেদ জয় (২৪), আসাদুজ্জামান আসাদ(২৯), মেহেদী হাসান মুন্না (১৯), ইফতিয়ার রহমান (১৯) ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে । তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ২:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com