
রীমা শীল | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 174 বার পঠিত
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরীতে শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের ৭ম বাৎসরিক উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ওমান প্রবাসী বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক পলাশ শীলের পিতা শ্রীযুক্ত বৃক্ষধর শীলের বাড়িতে ৫ ফেব্রুয়ারি এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীযুক্ত বৃক্ষধর শীল। এ সময় বিশেষ অতিথি হিসেবে লিটন শীল ও ভবতোষ শীল গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ধর্মীয় গীতাপাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও গৌতম চক্রবর্তী, যা উপস্থিত ভক্তদের মনে এক গভীর আধ্যাত্মিক আবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালু শীল, দেলু দাস, পলাশ ঘোষ, বাঁশি ঘোষ, রুবেল শীল, আপন শীল, জীবন শীলসহ অনেক ধর্মপ্রাণ ভক্তবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজীব শীল। ভক্তগণ শ্রী শ্রী বাবা লোকনাথের শিক্ষার উপর আলোচনা করেন এবং ধর্মীয় পরিবেশে দিনটি অতিবাহিত করেন। পরিশেষে রাজীব শীল ধন্যবাদ জ্ঞাপন করেন জামিজুরী প্রবাসী মানবতা কল্যাণ শীল ফাউন্ডেশনকে, যাদের আন্তরিক সহযোগিতায় এ ধর্মীয় উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
Posted ১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com