
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘সাম্যবাদী’ বাসে হামলা করে গ্লাস ভাঙচুর এবং দুই শিক্ষার্থীকে আহত করার ঘটনায় দুজনকে আটক করে শিক্ষার্থীরা। হামলার ঘটনায় জড়িত দুইজনকে আটক করে ত্রিশাল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয়গামী বাসটি ত্রিশালের জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাইক্রোবাস থেকে এক ব্যক্তি লোহার পাইপ নিয়ে বাসের গ্লাসে আঘাত করেন। শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
ঘটনার পর শিক্ষার্থীরা হামলাকারী একজনকে বাসে তুলে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন প্রশাসক ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশে সোপর্দ করেন।
‘সাম্যবাদী’ বাসের চালক দেলোয়ার হোসেন মামুন বলেন, “মাইক্রোবাসটি ব্রিজের ওপর আমাদের বাসকে ওভারটেক করার চেষ্টা করে। কিন্তু জায়গার অভাবে ওভারটেক করতে ব্যর্থ হয়। ত্রিশাল বাসস্ট্যান্ডের পর থেকে মাইক্রোবাসটি বারবার আমাদের চাপ দেয়। একপর্যায়ে সামনে এসে হঠাৎ ব্রেক করে। আমি সময়মতো ব্রেক না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এরপর এক ব্যক্তি নেমে এসে লোহার পাইপ দিয়ে বাসে আঘাত করে। তাকে ধরে ফেলতে গেলে তিনি শিক্ষার্থীদের ওপরও চড়াও হন।”
এদিকে, মাইক্রোবাস চালক শ্রী সেন্তো গৌর দাবি করেন, “বাসটি আমাকে ব্রিজের ওপর চাপ দিয়েছিল। তাই আমি বাস থামিয়ে চালকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তবে তখন আমার ওভারটেক করা ঠিক হয়নি।”
জানা গেছে, মাইক্রোবাস চালক শ্রী সেন্তো গৌর এবং হামলাকারী রিয়াদ দুইজনই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। মূলত ওভারটেকিং নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “এই ধরনের আচরণ আইনশৃঙ্খলা পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।”
Posted ১২:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com