
ফারিয়াজ ফাহিম জামালপুর : | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 184 বার পঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আয়োজনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(সোমবার)দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃংলার পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এই মানব বন্ধন হয়।
কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত আলোচনা করে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।মানববন্ধনল উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি
মো: মোখলেছুর রহমান রূপক, সহ সভাপতি রুকন আকমল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ নবাব,সাংগঠনিক সম্পাদক মাহতাম হোসাইন মুবিনসহ প্রমুখ।
মানববন্ধনে নেতাকর্মীরা বলেন,দেশের আঈন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করার দাবি তুলেন, এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি উত্তোলন করেন।
তারা আরও জানায়,সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে। এই বর্বরতা মেনে নেয়া হবে না।।
Posted ৩:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com