শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫” পালিত

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান :   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫” পালিত

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর উদ্যোগে যথাযথ মর্যাদায় ইতালির মিলানে “Make languages count for sustainable development” প্রতিপাদ্যে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করেন। দিবসটিতে কনস্যুলেট প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

বিকেলে মিলানের বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জনাব হাফেজ মোঃ আবু রাইদ সিদ্দিকি পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। এরপর দিবসটি উপলক্ষ্যে কনস্যুলেটের কর্মকর্তাগণ মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। দিবসটিতে মিলানস্থ বায়তুল মোকাররম জামে মসজিদ ও বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার এর ছাত্র-ছাত্রীরা দেশাত্নবোধক গান ও নাতে রাসুল পরিবেশনা করেন। দিবসটি উপলক্ষ্যে উপস্থিত অতিথিবৃন্দের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রেরিত ‘জুলাই অনির্বাণ’ এবং ‘Economist’s Country of the Year 2024’ শীর্ষক দুইটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর একটি আলোচনা সভায় মিলান কম্যুনিটির পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবর্গ ভাষা শহিদসহ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। বক্তাগণ দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে বাংলা ভাষা চর্চার জন্য মিলানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার জন্য অনুরোধ জানান। এ সময় দূতালয় প্রধান ও কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম তার বক্তব্যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে সঠিকভাবে বাংলা ভাষা চর্চার উপর গুরত্বারোপ করেন। আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও শ্রম কনসাল জনাব সাব্বির আহমেদ। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন রিপাপন্তি মসজিদের ইমাম মাওলানা জনাব মোঃ কবির হোসেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের জন্য বাংলাদেশি খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com