
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
চাঁদপুরের কচুয়ায় বিপুল পরিমাণ মাদক,ফেন্সিডিল ও বিদেশি মদ সহ ইয়াছিন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজা, ২টি মদের বোতল ও ৫ বোতল ফেনসিডিলসহ মো: ইয়াছিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ইয়াছিন উপজেলার ভূঁইয়ারা গ্রামের মো.মহিনের ছেলে।
জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিমের দিকনির্দেশনায় এস.আই মো: রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ভূঁইয়ারা গ্রামে আসামীর নতুন বাড়ির একটি গোয়াল ঘর থেকে একটি ব্যাগের ভিতরে ১৫ কেজি গাঁজা,৫ বোতল ফেনসিডিল ও ২টি মদের বোতলসহ তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা শেষে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com