
জামালপুর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 61 বার পঠিত
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা বসতবাড়িতে হামলার ঘটনয় ৪জন আহত হয়েছে।এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
ঘটনার বিবরণে জানা যায়, মেলান্দহ থানার চাকদহ গ্রামের আরিফ(৩১) গংদের সাথে একই এলাকার আজম(৩৫) গংদের বসতবাড়ীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ভোক্তভোগী আরিফ গংরা প্রতিপক্ষ আজম গংদের বিরুদ্ধে আদালতে একটি ১৪৪ধারায় মোকদ্দমাও দায়েরে করেছে । আদালতে আইনের আশ্রয় নেওয়ার পর হতে আরও ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গত ২৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-শস্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে আরিফের বসত বাড়িতে হামলা করে।
হামলা বাধা দিতে গেলে প্রতিপক্ষের আঘাতে আরিফ (৩৫) ও তার মা লালপরি(৬৫),ইমেন আলী(৭৫) ও রোমানা(৪৫)সহ ৪ জন আহত হয়। এসময় হামলাকারী টিনের বেড়া কুপিয়ে ভাংচুর করে এবং বসত ঘরে প্রবেশ করে একটি ড্রায়ারের তালা ভেঙে নগদ টাকা নিয়ে যায়। এছাড়াও আহত রোমানার গলা হতে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নেয় হামলাকারীরা। এই ঘটনা সঠিক ন্যায় বিচার পেতে ভুক্তভোগী আরিফ মেলান্দহ থানায় গত ২৫জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে অভিযুক্ত আজমগংদের সাথে যোগাযোগের চেষ্টা করে কাওকে পাওয়া যায়নি।এব্যাপারে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি,ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com