
শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি: | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউনিয়ননের ফতেহপুর হিলফুল ফুযুল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মোঃ আনোয়ার হুসাইন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩/২) সকালে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদরাসার শিক্ষক। গত মঙ্গলবার (২৮/১) দুপুরে অত্র মাদরাসায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সোমবার সকালে বলাৎকারের শিকার ওই ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত ওই শিক্ষক বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুর গ্রামের তৌহিদুল হকের ছেলে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, গত তিনদিন আগে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র মাদরাসায় এলে অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেপ্তার করে সকালেই আদালতে চালান করেছে।
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com