
আল ইয়ামিম আফ্রিদি | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 52 বার পঠিত
প্রতিবছরের ন্যায় শিক্ষার দেবী সরস্বতীর পূজা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন ফ্যাকাল্টির সামনে স্থাপিত পূজা মন্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের পূজা উদযাপনের খোঁজ-খবর নেন। একই সাথে পূজা মন্ডপে সংগঠনটির উপস্থিত নেতাকর্মীরা ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব ধর্মের শিক্ষার্থীদের জন্য এক অভিন্ন মিলনস্থল। আমরা সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর পাশে আছি। বিশ্ববিদ্যালয়ে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বজায় রাখাই ছাত্রদলের অন্যতম লক্ষ্য।
এ সময় চবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন চবি ছাত্রদলের তরুণ নেতা আহসান হাবীব, রিহান মাহমুদ, মো: আরিফ, মো: রোকনুজ্জামান, মো: জাবেদ, জাহিন ইসলাম জিম, সরণ সরকার সহ আরও একাধিক নেতাকর্মীরা।
Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com