
শরীফুল ইসলামঃ (এনায়েতপুর): | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এনায়েতপুর কেজি মোড়ের পশ্চিমে, খাজা হাজীর ওয়ার্কসপ মোড়ে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওঃ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ সেলিম রেজা।
ক্রীড়া প্রতিযোগিতায় ১১টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো, অতিথিদের বাস্কেটে বল এবং ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও মাদ্রাসার শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় এনায়েতপুর হাট বণিক সমিতির সেক্রেটারি ও ফাউন্ডেশনের সহসভাপতি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. শেখ মো. আইয়ুব আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জুবায়ের হোসেন ও শিক্ষক আল আমিন সহ শিক্ষক- শিক্ষীকা উপস্থিত ছিলেন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com