
মাকসুদ আল নাজির,টাংগাইল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 93 বার পঠিত
গতকাল (৫ ফেব্রুয়ারী) শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ এ শেখ মুজিবের বাড়িতে বুল্ডোজার কর্মসূচি পালন করে ছাত্র জনতা।গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাসভবন। ঢাকার পাশাপাশি অন্য জেলাগুলোতেও আওয়ামী নেতাদের বাসায় ভাংচুর করে বিক্ষুদ্ধ ছাত্র জনতা।
শামীম অসমান,ওবাইদুল কাদের,আমির হোসেন আমুর বাড়িতেও করা হয় ভাংচুর। টাংগাইলে আজ (৬ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় ছাত্র জনতা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ অফিস।এরপর টাংগাইল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাড়ি ভাংচুর করে ছাত্র জনতা।গণভাবণ স্টাইলে এসময় বাড়ির মালামাল লুট করা হয়। এর পর বাড়ির এক অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়।এরপর ছাত্র জনতা টাংগাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের বাড়িও বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়।
এর সাথে টাংগাইল পার্ক বাজারের র্যাব অফিসের সামনে অবস্থিত শেখ কামালের মোড়াল স্তম্ভ ভেংগে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।ফ্যাসিস্টদের দোসরদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রত্যয় সবার।
Posted ২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com