
সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ছাত্র শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে পৌর শহরের শিবদিঘী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারী আনিস আহম্মেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামীম হোসেন সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি অধ্যক্ষ শাহাজালাল জুয়েল ও সেক্রেটারী অধ্যক্ষ মতিউর রহমান, রাণীশংকৈল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোকাররম হোসেন ও সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রমূখ।
Posted ২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com