
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিস।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নিকট এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির সদস্যরা।এ সময় ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জলবায়ু কর্মী মহিউল মিয়া, জেলা শাখার সদস্য ফুহাদ মন্ডল ও সিয়াম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলায় সরকারি তালিকাভুক্ত ১২৬টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৬টি ভাটার নিবন্ধন থাকলেও বাকি ১১০টির কোনো নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র নেই বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে আরো উল্লেখ করা হয় ভাটাগুলোতে কাঠ-কয়লা ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে। পোড়ানোর পর অবশিষ্ট কাঠ-কয়লা কৃষি জমি ও জলাশয়ে ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ের পানি দূষিত হচ্ছে। যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে। যা আমাদের মানুষ ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক।
Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com