
নালিতাবাড়ী প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের সহসভাপতি সদ্য প্রয়াত সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ওই স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রেসক্লাবের উপদেষ্টা এম হাকাম হিরা, সামিদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুর মান্নান সোহেল, সহ সভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, দপ্তর ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, কল্যাণ তহবিল সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য আল হেলাল, আমিরুল ইসলাম, দৌলত হোসেন, হারুন অর রশিদ, অভিজিৎ সাহা, মিজানুর রহমান, মেহেদী হাসান সাকিব, আজিনুর রহমান, আমানুল্লাহ আসিফ, মনজুরুল হক, সারোয়ার হোসেন, ওসমান ফারুকসহ প্রয়াত সাংবাদিক সোহাগ এর পরিবারের সদস্যবৃন্দ।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com