শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে বিলুপ্ত হয়ে যাবে গতানুগতিক ধারার সাহিত্য

আসাদুজ্জামান তালুকদার:   |   শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   76 বার পঠিত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে বিলুপ্ত হয়ে যাবে গতানুগতিক ধারার সাহিত্য

ফরিদ একসময় হকার হিসেবে এলাকায় পত্র পত্রিকা বিতরণ করে সংসার চালাতো। টেনেটুনে সংসার কোনমতে চলে যেত। একসময় তার সমবয়সী রফিক একটা বই লেখে। বই টা লেখার পর থেকে এলাকার লোকজন তাকে অন্যরকম ভাবে দেখা শুরু করে। আগে যারা তাকে সমীহ করতো না তারাও তাকে এখন সমীহ করে। এসব দেখে ফরিদের মাথা নষ্ট।

সে চিন্তা করলো যেভাবেই হোক তাকেও বই লেখতে হবে। একপর্যায়ে এক বড় ভাই এর শরণাপন্ন হয় সে। বড় ভাই তাকে বলে কোনভাবে ৫০ হাজার টাকা ম্যানেজ করে নিয়ে আসতে। পরে জমি বন্ধক দিয়ে ৫০ হাজার টাকা ম্যানেজ করে ফরিদ। কিছুদিন পর তার বই বের হয়, এলাকার সবাই তাকে লেখক হিসেবে সম্মান করতে শুরু করে। ফরিদ খেয়াল করলো কিছু লোক তাকে দেখলেই অটোগ্রাফ চায়। কিন্তু অটোগ্রাফ কি সেটাইতো চিনেনা ফরিদ। যাহোক আশেপাশের কয়েকজনকে অটোগ্রাফ দিতে দেখে সে বুঝতে পারলো অটোগ্রাফ কি জিনিস।

একটু পরে আসছি আবার ফরিদের কাছে, এখন যাবো সময়ের সমালোচিত পার্টি গার্ল আলতা বানুর গল্পে। আলতা বানু নিজের নামটা ভালোভাবে লিখতে পারেন এটা নিয়ে কোন সন্দেহ নেই। ইদানিং এর সাথে ওর সাথে সেলফি তুলে আগে ঘন্টা প্রতি ৫০০ টাকা রেট এ সার্ভিস দিলেও এখন তার রেট ৩,৫০০ টাকা ঘন্টা প্রতি। ভালোই রেট, সংসারে যা খরচ বেড়েছে। তবে ডাক্তার বলেছে আর মাত্র দুই আড়াই মাস সার্ভিস দিতে পারবে পরে আবার তার রেট ৫০ টাকায় নেমে যাবে। যাহোক কি রেট আর কিসের সার্ভিস সেসব নিয়ে আলোচনা আমরা আরেক পর্বে করবো। এখন আপাতত আলতা বানুর বইমেলা ভ্রমণ নিয়ে সবিস্তারে আলোচনা করবো আমরা। সকাল থেকেই সেজেগুজে তৈরী হচ্ছে আলতা বানু আজ বইবেলায় যাবে সে। কিন্তু কেন যাবে? আসলে সবাই যায় ছবি তুলে ফেসবুকে দেয় তাই আসা। আবার ফরিদ ভাই বলেছে ঘন্টায় ৩৫০০ টাকা দরে আজকে তার অটোগ্রাফ নিতে হবে। সাথে পেটপুরে খাওয়া আর রাতে থাকারও সুব্যবস্থা করা আছে। আসলে ফরিদ এখন বিরাট সেলিব্রিটি, কারন বইমেলা আসলেই ৫ হাজার টাকায় একেকটা চ্যানেল এ তার স্বাক্ষাতকার দেখায় আর আলতা বানুর মত পার্টি গার্লদের ভাড়া করে অটোগ্রাফ দেওয়ার কেলমা দেখানোয় এখন বেশ পাঁকা সে।

আজকে এ পর্যন্তই আগামীতে ফরিদ, আলতা বানু, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলবিষয়ক ফটকা নুরুন নবীসহ এ সিরিজের চরিত্রগুলো ধীরে ধীরে সামনে আসবে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও এর বাস্তব জীবনে প্রভাব নিয়ে সাইন্স ফিকশনটি আগাবে…

 

Facebook Comments Box

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com