
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।
গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডে রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি। শরীফুল আলম বলেন, আমরা বলতে চাই, নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার, সে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, আমরা এ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সংস্কার সংস্কার করে অনন্তকাল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবেন, আর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা লাঠিয়াল হিসেবে বার বার রাজপথে এসে পরাজিত শক্তির কেবল মোকাবেলা করে যাবো, জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারবো না! এ অবস্থা বেশিদিন চলতে থাকলে, ওই পরাজিত শক্তিরা নতুনভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। তাই বলতে চাই, অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপের দিকে ধাবিত হোন। আপনাদের বিরুদ্ধে যতই যড়যন্ত্র হোক, এ ফসল আমাদের, আমাদের রক্তে কেনা এই স্বাধীনতা। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আমরা আজকে সৈরাচারকে মুক্ত করেছি। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী রাজপথে জীবন বিলিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, এত রক্তের বিনিময়ে আমরা প্রাথমিক যে বিজয় অর্জন করেছি, সেটাকে নস্যাৎ করার অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাফি উদ্দিন শাফি মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন খান শাহজাহান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিতাব আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনে মো. শরীফুল আলমকে নির্বাচিত করার আহ্বান জানান।জনসভায় কুলিয়ারচর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা শুরু হওয়ার আগে কুলিয়ারচর পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মঞ্চে উপস্থিত হয় নেতা কর্মীরা। পরে জনসমুদ্রের রুপ নেয় সভাস্থল।
Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com