
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 80 বার পঠিত
গাইবান্ধায় হত্যা করে রাস্তার নিচে ফেলে রাখা জসিম মিয়া(১৪) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার পাচপীর বাজারের পুর্ব দিকে মায়নার মোড়ের উত্তর পাশে পাকা রাস্তার নিচ থেকে জসিম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জসিম মিয়া উপজেলার চন্ডিপুর এলাকার
ওয়াবদা বাঁধ সংলগ্ন সালাম উদ্দিনের পুত্র ও চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাচপীর বাজারের পুর্ব দিকে মায়নার মোড়ের উত্তর পাশে পাকা রাস্তার নিচে জসিম মিয়ার নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগে দিবাগত রাতে কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার পুর্বক মর্গে পাঠানো হয়েছে। ১ জনকে আটক এবং মামলা দায়ের হয়েছে।
Posted ৭:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com