
(ফরিদপুর) প্রতিনিধিঃ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলায় চরচাঁদপুর ছাদের খারডাংগী এক প্রবাসীর বাড়িতে বিল্ডিং এর জানালা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাংগী গ্রামে মোঃ লোকমান হোসেনের বাড়িতে।
প্রবাসী লোকমান হোসেনের বউ জানান, গভীর রাতে ৭/৮জন ডাকাতের দল বিল্ডিং এর জানালা ভেঙে রুমে প্রবেশ করে। আমি সহ আমার দুই কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারির তালা খুলে ১১ ভরি স্বর্ণ নগদ ২৬ হাজার টাকা একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। পরে ডাকাতের দল ঘর থেকে বের না হওয়ার হুমকি দিয়ে তারা চলে যান।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, ঘঠনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিশ্চিত হয়েছে তবে ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com