
যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
গত ইং ২৪/০১/২০২৫ যশোর কেশবপুর থানা মির্জানগর গ্রামের সালমা বেগম(৪৪) এজাহার দায়ের করেন যে তিনি অত্র থানাধীন উপজেলা পশু হাসপাতালের আওতাধীন এলডিডিপি প্রকল্পের(এলএসপি)পদে কর্মরত আছেন। তিনি অনুমান প্রায় ৫/৬মাস পূর্বে বাড়ি থেকে যশোর যাওয়ার পথে রাজগঞ্জ বাসস্ট্যান্ডে ১নং আসামি রকি(২০) এর সাথে পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে মোবাইলে যোগাযোগ হত। গত ইং ১১/০১/২০২৫খ্রিঃ রাত অনুমান ২১.৩০ঘটিকায় রকি সহ অজ্ঞতনামা আরো দুইজন বাদীর বাড়িতে আসে এবং তারা বাদীকে জানাই আমরা খুলনা জেলার কপিলমুনি এলাকায় এসেছিলাম এবং রাত হওয়ার কারণে বাড়ি যেতে পারছিনা আপনার বাসায় রাতে থাকতে চাই সকালে চলে যাব। যেহেতু ১নং আসামি রকি বাদির পূর্ব পরিচিত সুতরাং বাদি সরল বিশ্বাসে তাদের থাকতে দেয়। আসামিরা আসার সময় সঙ্গে করে মিষ্টি ও কোক (কোমল পানিয়) নিয়ে আসে এবং বাদীর পরিবারের অন্যান্য সদস্যরা রাতের খাবার শেষ করে আসামিদের নিয়ে আসা মিষ্টি ও কোক(কোমল পানিয়) খেয়ে রাত অনুমান ২৩.০০ঘটিকায় বাদী সহ সকলে ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে ইং ১২/০১/২০২৫খ্রিঃ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় বাদী ঘুম থেকে উঠে দেখতে পান যে তার স্বামী শেখ মতিউর রহমান(৬০) ও তার মাতা রাবেয়া বেগম(৭০) ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে এবং ঘরের প্রধার দরজা খোলা। তখন বাদী আসামিদের থাকতে দেওয়া রুমে সামনে গেয়ে দেখতে পান যে রুমের দরজা খোলা, আসামিদ্বয় রুমে নেই এবং রুমে থাকা স্টিলের লকারের তালা ভাঙ্গা ও লকারে থাকা জমি বন্ধকের নগদ-৪,০০,০০০/-, এক জোড়া স্বর্ণের কানের দুল(যার ওজন ১২আনা অনুমান মূল্য ৭০,০০০/- টাকা), একটি ল্যাপটপ, একটি ট্যাব(অফিসের) একটি স্মার্ট মোবাইল ফোন সর্বমোট অনুমান ৫,৮৩,০০০/-(পাঁচ লক্ষ তিরাশি হাজার ) টাকা নিয়ে গেছে।
এরই ধারাবাহিকতায় বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় মামলাটির তদন্তভার জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপর ন্যাস্ত করলে ইং ২৪/০২/২০২৫খ্রিঃ রাত ০৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই(নিঃ)/ শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া আমতলা মোড়ে খন্দকার আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করে তার বাড়িতে ভাড়া থাকা আসামি মোঃ জোবায়ের হোসেন(১৯) এবং মোঃ মাসুদ পারভেজ রানা(৪৮) কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে বাদীর চুরি যাওয়া ল্যাপটপ, ট্যাব ও নগদ ৩,২৯,৫০০/-(তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। এছাড়াও আসামিদ্বয়ের নিকট হতে চুরি ও প্রতারণার কাজে ব্যবহৃত আর্মি লোগে সম্বলিত একটি ক্যাপ, আর্মি সংবলিত হ্যান্ড পার্স, আর্মি লোগো সংবলিত একটি র্টি শার্ট ও তিনটি স্মার্ট মোবাইল ফোন। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন সরকারি চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এই সংক্রান্তে সালমা বেগম(৪৪), এজাহার দায়ের করলে কেশবপুর থানার মামলা নং-১২, তাং-২৮/০১/২০২৫খ্রিঃ ধারা-৩২৮/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ জোবায়ের হোসেন(১৯), পিতা-মোঃ মেহেদী হাসান, গ্রাম-ছনকা, থানা-কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা,
২। মোঃ মাসুদ পারভেজ রানা(৪৮), পিতা-মৃত: শেখ আ: রউফ, গ্রাম- ভীস্মর, থানা কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
উদ্ধারকৃত আলামতঃ
১। একটি ল্যাপটপ,
২। একটি ট্যাব,
৩। নগদ ৩,২৯,৫০০/-(তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত ) টাকা,
৪। একটি আর্মি লোগে সম্বলিত ক্যাপ,
৫। একটি আর্মি সংবলিত হ্যান্ড পার্স,
৬। একটি আর্মি লোগো সংবলিত র্টি শার্ট,
৭। তিনটি স্মার্ট মোবাইল ফোন(বিভিন্ন ব্যান্ডের)।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com