
সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোললা: | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 34 বার পঠিত
ফরিদপুরের সদরপুর ব্যবসায়ীর বাড়ি লুটতরাজ ও অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি দুর্বৃত্তরা গত সোমবার উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র।
জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো: দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে গতকাল সোমবার সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক ও ২০ রাউন গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. মোতালেব হোসেন (খোকন)।
এ ব্যাপারে সোমবার রাতে দাদন মাতুব্বরের ছেলে মো. রেজাউল করিম বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com