
মোঃ সবুর খাঁন | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 66 বার পঠিত
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের পদুয়া গ্রামের সন্তান, বাহরাইন প্রবাসী ও প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুম মোল্লা সড়ক দূর্ঘটনায় আহত। মাসুম মোল্লার সড়ক দূর্ঘটনার তাৎক্ষনিক খবর শুনে প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার পাঠান ছুটে যান হাসপাতালে ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। শুক্রবার ০৭ ই মার্চ কচুয়া বাজার থেকে ইফতার শেষ করে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিলে পথিমধ্যে বাইক দূর্ঘটনার শিকার হন মাসুম মোল্লা ও শাহজাহান।
এসময় সঙ্গে থাকা শাহজাহান গুরুতর আহত হলেও তেমন কোনও ক্ষতি সাধন হয়নি এবং মাসুম মোল্লার মাথায় প্রচন্ড আঘাত ও শারীরিক ভাবে শরীরে জখম হয়। এসময় দূর্ঘটনার শিকার প্রবাসী নেতার দূর্ঘটনার খবর সোস্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক কচুয়া উপজেলা জাতীয়তাবাদ দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন ও প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্পাদক মোঃ শহীদ উপস্থিত হন।
এছাড়াও মাসুম মোল্লার আশু রোগ মুক্তি কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পাথৈর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহীম খলিল মিয়াজী , বিতারা ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক গাজী মোঃ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দগন। উল্লেখ্য, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুম মোল্লা সাচার রেনেসাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা জায়।
Posted ১:১০ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com