
মুহাম্মদ কাইসার হামিদ | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 52 বার পঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পানিতে ডুবে সাবা নামে দুই বছর বয়সীএক শিশুর মৃত্যু হয়েছে। সাবা কুলিয়ারচর পৌর এলাকার পশ্চিম গাইলকাটা মহল্লার মো. কামরুল ইসলামের মেয়ে ও পৌরসভার সাবেক কাউন্সিল মরহুম শিশু মিয়ার নাতনী। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে শিশুটির মা কাজ করা অবস্থায় অজান্তে মেয়ে সাবা ঘর থেকে বের হয়ে বাড়ির পিছনে একটি জলাশয়ের (ডুবা) পানিতে পড়ে যায়।
অনেকক্ষণ পরে ভেসে উঠলে দেখতে পেয়ে তার মা প্রথমে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নয়ন চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করেন। সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা বিষয়টি নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com