
আনোয়ার হোসেন | সোমবার, ১০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 25 বার পঠিত
গাইবান্ধায় র্যাবের অভিযানে একটি আবাসিক বোডিং থেকে সাড়ে ২৩ কেজি গাঁজাসহ হানিফ(৩০), ছামিউল হক(৩২), লিমন ইসলাম (২০) নামের ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার হানিফ লালমনিরহাট জেলা সদরের খোচাবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে, ছামিউল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এনামুল হকের ছেলে ও লিমন ইসলাম একই এলাকার দুলাল মিয়ার ছেলে। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম।
তিনি জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় র্যাব ১৩ অভিযান চালিয়ে গাইবান্ধা পৌর শহরের সোহাগ বোডিং নামে একটি আবাসিক বোডিংএ তল্লাশী চালিয়ে সাড়ে ২৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com