
মাসুদ রায়হান | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 255 বার পঠিত
যশোরের মনিরামপুর উপজেলায় নিজ বাড়ি ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দেওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন অনন্ত কর্মকারের স্ত্রী সন্ধ্যা রানি কর্মকার নামে(৬৫) বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে উপজেলার দত্ত কোনা গ্রামে। ঘটনার বিবরন ও ছিনতাইয়ের শিকার ও গুরুত্বর আহত সন্ধ্যা রানি কর্মকার বলেন ঘটনার দিন ১৭ মার্চ সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নিজ বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দেওয়ার সময় আমার পিছন থেকে কে বা কারা আমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আমার কানের দুটি দুল ছিড়ে নেই।
সন্ধ্যা রানির চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে আহত রক্তাক্ত সন্ধ্যা কে ঠাকুর ঘর থেকে বের করে নিয়ে আসে। তার এই চিৎকারে ছিনতাই কারি বা কারিরা দ্রুত চলে যাওয়ার কারনে সন্ধ্যা কে আঘাত করে আহত করা হাতুড়ি ফেলে রেখে চলে যায়। আহত সন্ধ্যা রানিকে স্থানীয় গ্রাম্য ডাঃ শংকর কুমার পাল বলেন তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে তবে খুব বেশি সমস্যার কারন নেই আঘাতটি কপালের উপর লাগায় অবস্থা খারাপের দিকে যায়নি। এঘটনায় এলাকায় চরম হতাশা এক অজানা আতংকের সৃষ্টি হয়েছে।
Posted ১:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com