মঙ্গলবার ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যবসাবান্ধব চট্টগ্রাম গড়ব: চসিক মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

ব্যবসাবান্ধব চট্টগ্রাম গড়ব: চসিক মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রামকে একটি ব্যবসাবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসার প্রসারে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

সোমবার (১৭ মার্চ) নগরীর হল ২৪ কনভেনশন সেন্টারে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির আয়োজনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, চট্টগ্রাম মহানগরী শাহজাহান চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী। এতে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামাল এবং সঞ্চালনা করেন মোজাম্মেল হক।

মেয়র বলেন, “একটি পরিকল্পিত নগরী ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে। এজন্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং নগর পরিষেবার মানোন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নগরীর প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকার যানজট নিরসনে সিটি কর্পোরেশন কাজ করছে। বাজারের আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত পার্কিং সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীরা যদি উন্নয়ন প্রকল্পে আমাদের সহযোগিতা করেন, তবে খুব দ্রুতই একটি আধুনিক ব্যবসাবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব হবে।”

মেয়র জানান, নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর যানজট নিরসনে সিটি কর্পোরেশন সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। “বিশেষ করে কাস্টম হাউস, চাক্তাই-খাতুনগঞ্জ, নিউ মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ এবং জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট কমাতে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

মেয়র আরও বলেন, “ব্যবসায়ীদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করতে আমরা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। পোর্ট সিটি হিসেবে চট্টগ্রামকে আধুনিক লজিস্টিক সাপোর্ট, ব্যবসার ডিজিটালাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হবে।”

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ব্যবসার পাশাপাশি নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সহযোগিতা করুন। আমরা চাই, চট্টগ্রাম একটি পরিচ্ছন্ন, সবুজ এবং ব্যবসাবান্ধব নগরী হয়ে উঠুক এসময় আরো উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতি’র কার্যকরী পরিষদের উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক আজম এম এ,সহ সভাপতি সেলিম ও বজলুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন,অর্থ সম্পাদক শওকত আজিজ,আইন সম্পাদক আবদু জলিল, প্রচার সম্পাদক উমর ফারুক, দপ্তর সম্পাদক জাফর ইকবাল,সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য ও প্রকশনা সম্পাদক ছাদেক হোসাইন,ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দীন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদিন, আবদুর ছফুর নয়ন,সাদ্দাম হোসেন,আরিফ চৌধুরী।

Facebook Comments Box

Posted ২:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com