
আনোয়ার হোসেন | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
গাইবান্ধায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: নেশারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিন।
সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয়তা, বিদেশগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। সেই সাথে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরাসহ সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে এ প্রক্রিয়াকে আরও উন্নত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগ অভিবাসন-প্রত্যাশী জনগণের জন্য সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Posted ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com