
মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ: | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়িতে লুটপাট ও পৃথকভাবে দুজন ব্যক্তিকে কুপিয়েছে ও মারধর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে৷ রবিবার (০৯ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার লাহাপাড়া গ্রামে ইব্রাহিম আলীর বাড়িতে আগুন লাগিয়ে নারীদের অস্ত্রের মুখে রেখে বাড়ির আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
জানা যায়, বাড়িতে লুটপাটের পরদিন সোমবার (১০ মার্চ) ইব্রাহিম আলীকে বেধড়ক মারধর কুপিয়ে জখম করে কিশোর কিশোর গ্যাং সদস্যরা। ইব্রাহিমকে কুপিয়ে ফেরার পথে চরমোহনপুর বাজারে বেলা ১০টার দিকে পথচারী মাসুদ রানাকে বেধড়ক মারধর করে তারা৷ পরে সেখান থেকে তাকে পুলিশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় আহত মাসুদ রানা কিশোর গ্যাংয়ের তিন নেতার নাম উল্লেখ করে ১০-১৫ জন সদস্যের জড়িত থাকার অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, চরমোহনপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নানারকম অপরাধ, মারধর, চাঁদাবাজি, লুটপাটের ঘটনায় অতীষ্ঠ স্থানীয়রা৷ রাজনৈতিক ছত্রছায়ায় তারা গড়ে তুলেছে অপরাধের রাজত্ব। কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়, চরমোহনপুর এলাকার ফজলুর রহমান ফজুর ছেলে পিয়াস, একরামুল হক কালুর ছেলে সাগর আলী ও ওলিউল।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, তরুণ-যুবকদের বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতে ইব্রাহিম আলীর বাড়িতে ৫০-৬০ জনের কিশোর গ্যাংয়ের দল ধরালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় বাড়িতে আগুন লাগিয়ে ইব্রাহিমের স্ত্রী লাইলী বেগমসহ অন্য নারীও শিশুদের অস্ত্রের মুখে রেখে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। তারা লুটপাট করে চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে ইব্রাহিমকে একা পেয়ে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।
একই দিন সকাল ১০টায় চরমোহনপুর নিচপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানাকে বেধড়ক মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় কুড়ালের হাতল, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি প্রাদানসহ প্রাণনাশের হুমকি প্রাদান করে ব্যাপক মারধর করে। এমন অবস্থায় এলাকাবাসী জরুরি সহায়তা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, পিয়াস সাগর ওলিউলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এলাকায় নানরকম অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। কেউ প্রতিবাদ করলেই তাকে বেধড়ক মারধর করা হয়। সামান্য বিষয় নিয়েই তারা বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com