
মনিরুজ্জামান তুহিন | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের এম এম আসাদ। শনিবার (১৫ মার্চ) সংগঠনের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালমান রহমান এবং সাধারণ সম্পাদক রনি সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে উজ্জ্বল হোসাইন, সামিরা ইদ্রিস মৌলী, আব্দুল্লাহ আল মামুন, শাহরিয়ার নাজিম, সাজনীন সেতু, নওশীন জাহান, মিনহাজুল মিনহাজ, ফয়জুল্লাহ আসিফ, দ্বীপ সাহা ও হেমায়েত হোসাইন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সিফাত শরিফ, আয়েশা সিদ্দিকা মিষ্টি, মো. ফাহাদ হাসান, মো. সায়াদ খান, মামুন হোসেন, তানভীর আসলামী, সাগর ঘরামী, তুষার বিশ্বাস, খালিদ সাইফুল্লাহ, লাবিব হোসেন ইফতি, আমির ফয়সাল, ফাতেমা তুজ-জোহরা এশা, কাজী মো. জুবায়ের আহমেদ এবং ফারজানা আক্তার ঋতি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-আমিন তালুকদার, তাকি উল্লাহ, শেখ সালাউদ্দিন, বাধন মণ্ডল, আহমেদ আব্দুল্লাহ, সিফাত শেখ, শামীমা রহমান ও সুলতানা আক্তার মীম।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মো. আলী জিন্নাহ, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মানিক হালদার, ইভা রহমান ও মো. ফায়জুল্লাহ দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে শাওন মোল্যা এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে মো. সাকিব ও তালুকদার হাম্মাদ দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজা আলী নিশাত, উপ-দপ্তর সম্পাদক হিসেবে মো. উজ্জ্বল, জাকিয়া সুলতানা ও সিফাত সাজিদ মনোনীত হয়েছেন। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ফেরদৌস রহমান আকাশ, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মাসুমা ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে অপূর্ব মণ্ডল ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে জুলিয়া সুলতানা দায়িত্ব পেয়েছেন। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে উকিল হামিম ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সাজিদ বিন হুদা মনোনীত হয়েছেন।
নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইমুনা সুলতানা এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাসির আহমেদ। বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এম আসাদ বলেন, বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি হাজারও ছাত্র ছাত্রীর জন্য ভরসার জায়গা। দীর্ঘদিন ধরে ঐতিহ্যর সাথে সংগঠনটি ছাত্র- ছাত্রীদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় জেলা কল্যাণের উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে জেলা কল্যাণের জন্য ভালো কিছু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সকলের সহয়তা কামনা করছি। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Posted ৪:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com