
নাজমুল হাসান | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 37 বার পঠিত
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। রবিবার (১৬ মার্চ ২০২৫) সেনাবাহিনীকে অপরাধীদের তথ্য দিয়ে ধরিয়ে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে রকিবুল ইসলামের ওপর হত্যাচেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান। বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা সংগঠনটির তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদারের স্বাক্ষরিত এক প্যাডে এই তথ্যটি জানা যায়। এই হামলার ঘটনাটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হলে তা সাংবাদিকদের নজরে আসলে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো প্রতিবাদ জানাতে থাকে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, মুরাদনগর উপজেলা শাখা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। সংগঠনের সভাপতি এন এ মুরাদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।” এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
Posted ৪:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com