
কামরুজ্জামান হেলাল | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 51 বার পঠিত
যুক্তরাষ্ট্র মিশিগানে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলা প্রেসক্লাব’ মিশিগান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতারের আগে ক্লাবের সহ সভাপতি সেলিম আহমদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এই সময় বক্তব্যে রাখেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
পরে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক সুলায়মান আল মাহমুদ। বাংলা প্রেস ক্লাবে মিশিগানের অন্যান্য সাংবাদিকদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ সাহেদুল হক, চিম্ময় আচার্য্য, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, সৈয়দ আসাদুজ্জামান সোহান, রফিকুল হাসান তুহিন এবং দেওয়ান কাউছার।
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com