
নাজমুল হাসান: | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
কুমিল্লার মুরাদনগর উপজেলা বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী) এ,বি সি নামের একটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।
উপজেলার ১৪ নং পূর্ব ইউনিয়ন বাখর নগর এলাকায় ইট প্রস্তুত, ও পরিবেশের আইন লঙ্ঘন করায় অনুমোদনহীন এ,বি সি নামের একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। এ সময় এক লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্হাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন অবৈধভাবে ইট প্রস্তুত এর অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে বাখরনগর এ.বি.সি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন মুরাদনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। ইট ভাটার ৭০ ফুট লম্বা চিমনি ভেঙে দেওয়া হয়।নমালিকপক্ষকে ০১টি মামলায় ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন সেনা সদস্যের একটি টিম ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, অবৈধ ব্রিকস , কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
স্থানীয় বাসিন্দা জানান, অবৈধভাবে স্থাপিত এই ইটভাটার কারণে আমাদের এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে। ধুলাবালি ও ইটভাটার ধোঁয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে কারণে অত্র এলাকার মানুষ নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং শারীরিকভাবে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com