শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মুরাদনগর বাঙ্গরায় শ্রীদাম ভবনের আয়োজনে ৭১তম মহোৎসব পালন

নাজমুল হাসান:   |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   24 বার পঠিত

মুরাদনগর বাঙ্গরায় শ্রীদাম ভবনের আয়োজনে ৭১তম মহোৎসব পালন

কুমিল্লার মুরাদনগর বাঙ্গরাবাজার কোরবানপুর গ্রামে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ১৬ প্রহর ব্যাপী ৭১ তম বার্ষিক মহোৎসব আয়োজন করছে শ্রীদাম ভবন স্বর্গীয় সনাতন সাধু ও রাধাচরণ দেবনাথ বাড়ী।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ৪নং পূর্বধইর পূর্ব ইউনিয়নে ২নং ওয়ার্ডে ৪ দিন ব্যাপী ৭১ তম বার্ষিক মহোৎসব আয়োজন করেন কোরবানপুর বাঙ্গরা বাজার শ্রীদাম ভবন কতৃপক্ষ। মহোৎসব কে কেন্দ্র করে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন সহ মহাপ্রসাদ বিতরণ এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তপ্রবাহ শ্রী নারায়ণ চন্দ্র দেবনাথ ( অবঃ প্রাপ্ত অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুর রহমান, ও জনাব সাকিব হাছান খাঁন, সহকারী কমিশনার ( ভূমি) মুরাদনগর।অনুষ্ঠান টি উদ্বোধন করেন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ সরকার। মহোৎসব উৎসবের অন্যতম উদ্যোক্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ বলেন, “আমাদের এ মহোৎসব আয়োজনে ৭১ বছরে পা দিল। আবার দাদা স্বর্গীয় শ্রীদাম দেবনাথ এই মহোৎসব করে গেছেন বিশ্ব মানবতার কল্যাণ কামনায়।

তারপর থেকে আবার বাবা স্বর্গীয় রাধাচরণ দেবনাথ আমার দাদা দেখানো পথ অনুসর করে প্রতিবছর আমরা চেষ্টা করি বিশ্ব মানবতার কল্যাণ কামনায় সুন্দরভাবে পালন করতে। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির প্রতীক। আমরা চাই সবাই মিলেমিশে আনন্দ করি। তাই অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতাকেই আমার কাছে শ্রেয় মনে হয়েছে, মনে হয়েছে মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই পরম ‘ধর্ম’৷ ধর্মের আসল অর্থ আমার কাছে জীবনদর্শন৷ আর সেটা যদি হয়, তাহলে আমার জীবনবোধের মাধ্যমে সম্প্রতির বন্ধন। সারাবিশ্বে ধর্মীয় অসহিষ্ণুতার যে ঊর্ধ্বগতি, তা থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও জানান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’- এই মানবীয় চেতনা ও মূল্যবোধের মধ্যেই প্রকৃত মনুষ্যত্ব নিহিত। যারা মানুষের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, যারা মানুষের কল্যাণে ব্রতী হয়েছেন, যারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সদা সর্বদা শান্তির পথেই আমাদের হাঁটতে হবে। আমি যতদিন বেচে আছি ও সবার সহযোগিতা পেলে আগামী বছর আরও বড় পরিসরে এ মহোৎসব আয়োজন করব।

Facebook Comments Box

Posted ৫:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com