
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে বাসদ (মার্কসবাদী) র দলের উদোগে নারী শিশু ধর্ষণের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মঙ্গলবার (১১ মার্চ) বিকালে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এসময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আলাল মিয়া, সদস্য জমির উদ্দিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল, অধিকারকর্মী খায়রুল ইসলাম ফকির, নারীনেত্রী রেশমা আক্তার, হাসনা আক্তার, কৃষকনেতা আউয়াল মিয়া, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, ছাত্রনেতা মজনু মিয়া প্রমুখ। এসময় সারাদেশে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষণকারীদের বিচার, স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগে।
ঘরে বাহিরে নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া , বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের শান্তি দেয়া, স্কুল কলেজ হাসপাতালে যৌন হয়রানি বন্ধ করা। সরকারি সহায়তায় নারী নির্যাতন প্রতিরোধ করনীয় সম্পর্কে উপজেলা, ইউনিয়নে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন, ধর্ষণ বিরোধী আন্দোলন গড়তে সর্বস্তের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
Posted ১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com