
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি: | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 39 বার পঠিত
হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১২ মার্চ) সকালে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন,জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাহবুবুর রহমান, সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, সাবেক শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, মিজানুর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম ফকির, জামায়েতের ওমর ফারুক, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দফতরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীগন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ইউএনও কাজী নাহিদ ইভা সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয় দিবস উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com