
এম. মতিন: | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 29 বার পঠিত
রাঙ্গুনিয়ায় বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমানে মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার চন্দ্রঘোনা ছুফিগোট্টা এলাকায় এই যৌথ অভিযান করা হয়।
জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটে গত বৃহস্পতিবার মধ্য রাতে দুর্বৃত্তরা বন কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে ও ফাঁকা গুলি চালিয়ে মূল্যবান ২৪ টি সেগুন গাছ কেটে অন্যত্র পাচার করা হয়। এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানা ও চট্টগ্রাম বন আদালতে বন বিভাগের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কোদালা বিট কর্মকর্তা মো. খোন্দকার মাহাবুব আলম বলেন, অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ফিল্মি ষ্টাইলে বন কর্মকর্তাদের জিন্মি করে প্রায় বিশ লক্ষ টাকার মূল্যবান গাছ পাচারের ঘটনায় বন বিভাগ, উপজেলা প্রশাসন সহ দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সম্প্রতি বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বন বিভাগ ও বিজিবি’র যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীর পাড় চন্দ্রঘোনা ছুফি গোট্টা এলাকায় অভিযান চালিয়ে কোদালা বিট থেকে পাচার হওয়া ১৭০ টুকরা সমান ২৬০ ঘনফুট প্রায় ছয় লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। বাকী কাঠ উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com