
মুহাম্মদ কাইসার হামিদ | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 74 বার পঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক এগ্রো ফার্ম লি. এর শ্রমিক বিদ্যুৎ পিষ্ট হয়ে নিহত হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ২জন। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী খালিশা গ্রামস্থ নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ৪নং মাছের পুকুর থেকে জলমটারের সাহায্যে পার্শ্ববর্তী একটি মরিচ ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য পুকুরে নামিলে বিদ্যুৎ পিষ্ট হয় সে। এসময় তাকে বাঁচতে গিয়ে আরো দুই যুবক আহত হয়। স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সুজন মিয়া (৪০)কে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।
অপর আহত ফায়েজ উদ্দিনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। নিহত মো. সাইফুল ইসলাম স্থানীয় খালিশা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে ও নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর শ্রমিক। সে ওই ফার্মে প্রতিষ্ঠা লগ্ন থেকেই শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আহত সুজন মিয়া একই বাড়ির দুঃখু মিয়ার ছেলে ও আহত ফাইজ উদ্দিন একই বাড়ির চাঁন মিয়ার ছেলে। আহত দুইজন নিহতের চাচাতো ভাই। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়েবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক বলেন, সাইফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যান তিনি।
নিহতের স্বজনদের ভাস্যমতে সাইফুল ইসলাম নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এ কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ফাইজ উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নাবিদ পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম লি. এর ম্যানেজার মো. নাদিম নিহত ও আহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি অফিসে যাওয়ার পূর্বেই ঘটনাটি ঘটেছে। এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিংবা আহতদের পরিবারের কারোর লিখিত অভিযোগ পাওয়ার যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com