
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 57 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট ১০ নং পশ্চিম আলিরগাও ইউনিয়নের আব্দুল মহল গ্রামে দু পক্ষের ৩-দফা মারামারি। সোনালী ব্যাংক কর্মকর্তা জুবায়ের সহ আহত-৩। উপজেলার আব্দুল মহল গ্রামের একই বাড়ীর চাচা ভাতিজা দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১১ মার্চ দুপুরে বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজা আব্দুল মুছব্বির(চঞ্জল),সুলেমান,সুলতান,মুসলিম উদ্দিন (সকলের পিতা মৃত মুজিবুর রহমান) আক্রমণে একই বাড়ীর মহিলা (চাচী) ছায়ারুন নেছা,শিরিনা বেগম,মারুফা বেগম আতাউর রহমান, সোনালি ব্যাংক গোয়াইনঘাট শাখার কর্মকর্তা জুবায়ের আহমদ (৩৫), ও তার মা সিরাজুন্নেছা (৫৫)ও আরিনা বেগম (৩৬) আহত হয়েছেন। জুবায়ের আহমদ ও তার মায়ের অবস্থা গুরুতর।যার মাথায় ১২ টির ও বেশি সেলাই রয়েছে।
জানা যায়, বাঁশঝাড়ের মালিকানা নিয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুপুরে দু পক্ষে মারামারি হয়। ইফতার পরে সন্ধ্যা ৭টায় ২য় বার এবং রাত সাড়ে নয়টায় চিকিৎসার জন্য মেডিকেলে আসলে গোয়াইনঘাট মেডিকেল এলাকায় এখানে আবার সংঘর্ষ হয়। দুপুরের ঘটনায় সুলেমান ও মুসলিম মিয়া গংদের আসামী করে আতাউর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় বিকাল বেলায় একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়েরের প্রেক্ষিতে ইফতারের পর আবার দ্বিতীয় দফা বাড়িতে ও তৃতীয় দফা রাত সাড়ে নয়টায় মেডিকেল এলাকায় হামলা করা হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মেডিকেলে আহতদের উপর আক্রমন করায় আরো একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মেডিকেলে সংঘর্ষে গোয়াইনঘাট থানা পুলিশের আন্তরীক ভূমিকায় সর্বশেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। এদিকে, সোনালি ব্যাংক, গোয়াইনঘাট শাখার অফিসার, জুবায়ের আহমদ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষ এমন নারকীয় হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় সোপর্দ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জোর দাবি জানিয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমদ জানান,এই ঘটনায় মহিলা সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। বেশি গুরুতর আহত হয়েছেন ব্যাংক কর্মকর্তা ও তার মা।আমরা তাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য বলেছি। পরবর্তীতে মামলা নেওয়া হবে। মেডিকেলে সংঘর্ষের ঘটনায় আমরা তাৎক্ষণিক পুলিশফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করি।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com