
আনোয়ার হোসেন | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 26 বার পঠিত
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সহ সভাপতি সায়েম আহমদ, সাধারণ সম্পাদক আলী আজম মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক বেলাল হোসেন, দাওয়াহ সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ প্রমুখ। বক্তারা, সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান। এ ছাড়াও একই দাবীতে এ দিন সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার উদ্যোক্তাবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মোঃ আমজাদ হোসেন, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, পরিচালক তাসলিমা আজম, হামিমা তন্নী, রনী চাকি, নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক বিপ্লব, নারী ফুটবলার মেহেজাবিন, আলেফা,উদ্যোক্তা সংগঠক মনিরা পারভীন, গিনি, নুর-ই-শাহরী, শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ২:০০ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com