
ববি প্রতিনিধি | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 49 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে (১১ মার্চ ২০২৫, ১০ রমজান) বৃহত্তর চট্টগ্রাম সমিতি বরিশাল-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়, যেখানে শিক্ষার্থীরা ইফতারের আগে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মিলিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাব এবং অন্যান্য ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি মূলত বৃহত্তর চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং রমজানের সুমহান শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়। শিক্ষার্থীরা একসাথে ইফতার গ্রহণের পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান। ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন, শিক্ষার্থীদের সফলতা এবং মুসলিম বিশ্বের কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ বলেন, “আমরা বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য এবং সহমর্মিতা বাড়ানোর জন্য এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। সার্বিকভাবে, দোয়া ও ইফতার মাহফিলটি ছিল অত্যন্ত সফল এবং তা চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক প্রভাব ফেলবে।
Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com